শুক্রবার (১২ মে) রাত ১টার দিকে ওই এলাকার মো. আব্দুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
আব্দুর রহমান বলেন, কালিয়াকৈর উপজেলার বরাবর এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনের পাশে বরাবর মৌজায় ১৯৭৮ সালে ৩২ শতাংশ জমি ক্রয় করেন তিনি।
এসময় হামলাকারীরা বাড়ির সীমানা প্রাচীর ভাংচুর করে এবং ঘরের বারান্দায় রাখা কাঠের মধ্যে ও বিছানায় অগ্নিসংযোগ করে। পরে নিরাপত্তা প্রহরী জলিল ও তার স্ত্রীর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পিকআপ নিয়ে পালিয়ে যান। এঘটনায় মামলা করতে কালিয়াকৈর থানায় যাওয়া হয়েছে। এর আগে ৩-৪ বার একইভাবে ওই বাড়িতে হামলা করে তারা। এঘটনায় কালিয়াকৈর থানায় তিনটি সাধারণ ডায়েরি করা হয়েছিলো। ঘটনাটি কালিয়াকৈর থানার ওসিকে জানানো হয়েছে।
এব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালেব মিয়া বাংলানিউজকে বলেন, এঘটনায় জমির মালিক আব্দুর রহমানের ছেলে মো. মামুন অভিযোগ নিয়ে থানায় এসেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, মে ১৩, ২০১৭
আরএস/বিএস