ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে সীমানা প্রাচীর ভাংচুর, অগ্নিসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, মে ১৩, ২০১৭
গাজীপুরে সীমানা প্রাচীর ভাংচুর, অগ্নিসংযোগ ভেঙে ফেলা বাড়ির সীমানা প্রাচীর- ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরাবর এলাকায় একটি বাড়ির সীমানা প্রাচীর ভাংচুর ও বিছানায় অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১২ মে) রাত ১টার দিকে ওই এলাকার মো. আব্দুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

আব্দুর রহমান বলেন, কালিয়াকৈর উপজেলার বরাবর এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনের পাশে বরাবর মৌজায় ১৯৭৮ সালে ৩২ শতাংশ জমি ক্রয় করেন তিনি।

৪ বছর আগে একটি আধাপাকা বাড়ি নির্মাণ ও জমির সীমানা প্রাচীর নির্মাণ করে ভোগ দখল করে আসছেন। ওই বাড়িতে নিরাপত্তা প্রহরী হিসেবে জলিল ও তার স্ত্রী বসবাস করছেন। শুক্রবার রাতে তারা প্রতিদিনের মতো ওই বাড়িতে ঘুমিয়ে পড়েন। এক পর্যায়ে রাত ১টার দিকে একই এলাকার লাল মিয়া, চান মিয়া, জামাল, সাইদ, ইয়াছিন, করম মাস্টার ও মজিদসহ ১০-১৫জন পিকআপ যোগে এসে ওই বাড়িতে হামলা করে। এক পর্যায়ে নিরাপত্তা প্রহরী জলিল ও তার স্ত্রী ঘর থেকে বেরিয়ে পালিয়ে যায়। ‍

এসময় হামলাকারীরা বাড়ির সীমানা প্রাচীর ভাংচুর করে এবং ঘরের বারান্দায় রাখা কাঠের মধ্যে ও বিছানায় অগ্নিসংযোগ করে। পরে নিরাপত্তা প্রহরী জলিল ও তার স্ত্রীর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পিকআপ নিয়ে পালিয়ে যান। এঘটনায় মামলা করতে কালিয়াকৈর থানায় যাওয়া হয়েছে। এর আগে ৩-৪ বার একইভাবে ওই বাড়িতে হামলা করে তারা। এঘটনায় কালিয়াকৈর থানায় তিনটি সাধারণ ডায়েরি করা হয়েছিলো। ঘটনাটি কালিয়াকৈর থানার ওসিকে জানানো হয়েছে।

এব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালেব মিয়া বাংলানিউজকে বলেন, এঘটনায় জমির মালিক আব্দুর রহমানের ছেলে মো. মামুন অভিযোগ নিয়ে থানায় এসেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
    
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, মে ১৩, ২০১৭
আরএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।