শনিবার (১৩ মে) রাজধানীর চকবাজারে আজাদ বালুর মাঠে আয়োজিত মাদক ও সন্ত্রাসবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
এ ঘটনায় বনানী থানার অবহেলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিষয়টি তদন্ত চলছে।
রেইন ট্রি হোটেলের বিরুদ্ধে যে অভিযোগ তা গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আমিন জুয়েলার্সের অর্থের উৎসের ব্যাপারে খোঁজ নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টি আমাদের আওতায় নয়। এ বিষয়ে নিশ্চই অর্থ মন্ত্রণালয় দেখবেন। আমাদের দায়িত্ব যেটা আমরা সেটা করবো।
জঙ্গি নেতা রেজোয়ান দেশে ফিরেছেন বলে শোনা যাচ্ছে এমন প্রশ্নে মন্ত্রী বলেন, জঙ্গি দমনে পুলিশ যেভাবে কাজ করছে সারাবিশ্ব জিজ্ঞাসা করছে আমরা কিভাবে এতো সফলতার সঙ্গে জঙ্গি দমন করছি। এ বিষয়টিও আমাদের নজরদারিতে আছে, তথ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, জঙ্গি তারাই, যারা ইতোপূর্বে রগ কাটার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলো। তারাই পরে কখনো আনসারুল্লাহ বাংলা টিম, কখনো হরকাতুল জিহাদ, কখনো জেএমবি, কখনো নব্য জেএমবি নামে আত্মপ্রকাশ করেছে।
প্রধানমন্ত্রীর ডাকে যখন সারাদেশ ঐক্যবদ্ধ হয়েছে, যখন দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে এসেছেন তখনই একটি কুচক্রি মহল দেশবিরোধী চক্রান্তে নেমেছে বলেও মন্তব্য করেন তিনি।
জঙ্গিবাদ ও মাদকের উত্থান হতে দিবো না এমন ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, কেউ যদি মাদকের ব্যবসা করে তার পরিনাম ভয়বহ হবে বলে গেলাম। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আগে ছিলো ঠোঁটো জগন্নাথের মতো। এখন এ অধিদফতরকে ঢেলে সাজানোর চেষ্টা চলছে। যেভাবেই হোক মাদককে নিয়ন্ত্রণে নিয়ে আসবো।
আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বর্তমানে কারাগারে বন্দির ২০ শতাংশই মাদক সংক্রান্ত অপরাধে জড়িত ছিলো বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বিএনপির ২০৩০ সালে মধ্যম আয়ের দেশে পরিনত করার ভিশন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী অনেক আগেই ২০২১ সালে দেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করার ঘোষণা দিয়েছেন। অসম্ভব বলে কিছু নেই, আমরা সে পথেই এগুচ্ছি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন- আইজিপি এ কে এম শহীদুল হক, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মে ১৩, ২০১৬/আপডেট: ২১৩৫ ঘণ্টা
পিএম/ওএইচ/বিএস
** ১৫টি জঙ্গিবিরোধী অভিযানে ৬৫ জন জঙ্গি নিহত