শনিবার (১৩ মে) সকাল থেকে পর্যায়েক্রমে তিনটি ঘটনা ঘটে। আহতদের শেবাচিম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, আগৈলঝাড়ার কারফা গ্রামের বিনয় সরকার ও সুভাষ ঢালীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। শনিবার সকালে বিরোধপূর্ণ জমিতে ধান কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১১ জন আহত হন। এ ঘটনায় থানায় দুই পক্ষের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে একই উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামে স্কুল শিক্ষার্থী দুই বোনকে উত্যক্ত করার প্রতিবাদ চার জনকে পিটিয়ে আহত করেছে বখাটেরা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এমএস/বিএস