ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে পৃথক ঘটনায় আহত ১৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, মে ১৩, ২০১৭
বরিশালে পৃথক ঘটনায় আহত ১৫

ব‌রিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পৃথক তিনটি সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (১৩ মে)  সকাল থেকে পর্যায়েক্রমে তিনটি ঘটনা ঘটে। আহতদের শেবাচিম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, আগৈলঝাড়ার কারফা গ্রামের বিনয় সরকার ও সুভাষ ঢালীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। শনিবার সকালে বিরোধপূর্ণ জমিতে ধান কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১১ জন আহত হন। এ ঘটনায় থানায় দুই পক্ষের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে একই উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামে স্কুল শিক্ষার্থী দুই বোনকে উত্যক্ত করার প্রতিবাদ চার জনকে পিটিয়ে আহত করেছে বখাটেরা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বাংলা‌দেশ সময়: ১৮৪১ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এমএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।