ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

কাপাসিয়ায় বাবাকে কুপিয়ে হত্যা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, মে ১৩, ২০১৭
কাপাসিয়ায় বাবাকে কুপিয়ে হত্যা 

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাগিয়াতে বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। 

নিহত আব্দুল কাদির (৭৫) কাপাসিয়া উপজেলার আমরাইদ এলাকার বাসিন্দা।

শনিবার (১৩ মে) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে ছেলে বাদল মিয়া (৪২) পলাতক রয়েছেন।  

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান খান জানান, বাগিয়া এলাকায় সরকারি জমিতে বাড়ি করে কাদির পরিবার নিয়ে বাস করতেন। কিছুদিন আগে নিহতের নাতি মাসুম পরিবারের অমতে বিয়ে করেন। এর জেরে শনিবার দুপুরে মাসুম ও তার বাবা বাদলের মধ্যে ঝগড়া বাধে। এর এক পর্যায়ে বাদলের বাবা কাদির নাতি মাসুমের পক্ষ নিয়ে কথা বলেন। এসময় ক্ষিপ্ত হয়ে বাদল কাদিরকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে বাদলের ভাই জুয়েল এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করে পালিয়ে যান।  

এসআই জানান, ঘটনার পর থেকে বাদল পলাতক রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মে ১৩, ২০১৭
আরএস/আরআর/এসএইচ
  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।