নিহত চিরঞ্জিত ত্রিপুরার ছেলে নিহার কান্তি ত্রিপুরা বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন।
মামলায় স্থানীয় ওয়ার্ড সদস্য কালিবন্ধু ত্রিপুরা, তার ছেলে প্রদীপ ও রতনসহ ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মো. আব্দুল হান্নান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এরইমধ্যে ব্রত ত্রিপুরা নামে একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে পুলিশ মাঠে রয়েছে।
থলিপাড়ায় পূর্ব শত্রুতার জেরে গত বৃহস্পতিবার (১১ মে) রাতে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী চিরঞ্জিত ত্রিপুরা (৫৫) ও তার ছেলে কর্ণ জ্যোতি ত্রিপুরা (৩০) নিহত হন। দুর্বৃত্তরা তাদের ঘর থেকে টেনে বের করে এনে পিটিয়ে ও গুলি করে। বাধা দিতে গেলে চিরঞ্জিত ত্রিপুরার স্ত্রী ভবলক্ষ্মী ত্রিপুরা (৪৫) ও পুত্রবধূ বিজলী ত্রিপুরাকে (২৮) পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি করে।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, মে ১৩, ২০১৭
আরআর/জেডএস