শুক্রবার রাতে (১২ মে) গাছবাড়ি-গোবিন্দপুর সড়কের নীলফামারী পৌরসভার ৩ নং ওয়ার্ডের পঞ্চপুকুর পাড়ার ওই ব্যবসায়ী নেতার বাড়ির সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সামশুল হক বলেন, শহরের বারইপাড়া থেকে নিজবাড়িতে ফিরছিলাম।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তিনি প্রাণে রক্ষা করা পেলেও গাড়িটি প্রায় ৮০ ভাগ পুড়ে যায়।
নীলফামারী ফায়ার স্টেশনের টিম লিডার ফরহাদ হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ির আগুন নিভিয়ে ফেলি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ক্রটির কারণে গাড়িটিতে আগুন লাগে।
এক্স করলা ১৫০০ সিসি ২০০৫ সালের মডেলের ব্যক্তিগত গাড়িটিতে (ঢাকা মেট্রো-গ-১৯-০৯৬২) গান পাউডার দিয়ে আগুন লাগিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করে নীলফামারী পৌরসভার প্রাক্তন প্যানেল মেয়র সামশুল হক বলেন, এ ঘটনায় আমি সদর থানার অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছি।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, মে ১৩, ২০১৭
আরএ