সংগঠনের সফলতা ও অগ্রযাত্রা কামনা করে শনিবার (১৩ মে) বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে বেলুল-ফেস্টুন উড়িয়ে সভা ও সম্মেলনের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাহান আরা বেগম।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এস এম ইকবালের সভাপতিত্বে সম্মেলনে অংশ নেন বরিশালের ২৭টি সাংস্কৃতিক সংগঠনের সভাপতি-সম্পাদকসহ শতাধিক কর্মী।
সভায় বক্তব্য রাখেন- সংস্কৃতিকজন সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট মানবেন্দ্র ব্যাটবল। স্বাগত বক্তব্য রাখেন-সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এমএস/ওএইচ/এসএইচ/