ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে সমন্বয় পরিষদের বার্ষিক সাধারণ সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, মে ১৩, ২০১৭
বরিশালে সমন্বয় পরিষদের বার্ষিক সাধারণ সভা বেলুল-ফেস্টুন উড়িয়ে সভা ও সম্মেলনের উদ্বোধন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব‌রিশাল: বরিশালে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের ৩৪তম বার্ষিক সাধারণ সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সফলতা ও অগ্রযাত্রা কামনা করে শনিবার (১৩ মে) বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে বেলুল-ফেস্টুন উড়িয়ে সভা ও সম্মেলনের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাহান আরা বেগম।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এস এম ইকবালের সভাপতিত্বে সম্মেলনে অংশ নেন বরিশালের ২৭টি সাংস্কৃতিক সংগঠনের সভাপতি-সম্পাদকসহ শতাধিক কর্মী।

সভায় বক্তব্য রাখেন- সংস্কৃতিকজন সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট মানবেন্দ্র ব্যাটবল। স্বাগত বক্তব্য রাখেন-সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

বাংলা‌দেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এমএস/ওএইচ/এসএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।