ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

ধর্ষণের বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠনের দাবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, মে ১৩, ২০১৭
ধর্ষণের বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠনের দাবি ধর্ষণের বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠনের দাবি। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ধর্ষণের সুষ্ঠু বিচারের জন্য নারী বিচারকদের নিয়ে আলাদা ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা।

শনিবার (১৩ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বনানীতে ছাত্রী ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত সমাবেশে বক্তারা এ দাবি জানান।

জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, বাংলাদেশে ধর্ষণের সুষ্ঠু বিচারের জন্য নারী বিচারক নিয়ে আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে।

যেখানে তদন্ত কর্মকর্তা থেকে শুরু করে সবাই নারী হবে। তাহলে ধর্ষণের শিকার নারীরা ন্যায়বিচার পাবেন।

ঘটনার শিকার ছাত্রীর  জবানবন্দি দেওয়ার ভিডিও কীভাবে  ইউটিউবে প্রকাশিত হয়েছে সেটি তদন্তের দাবি জানান তিনি।

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আগামী ১৮ মে  টিএসসিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের নেতারা।

সমাবেশে বক্তব্য রাখেন-  জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি শিল্পী ফকির আলমগীর, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি ঝুনা চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এসকেবি/আরআইএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।