লক্ষ্মীপুরে কলেজ অধ্যক্ষ অবরুদ্ধ-ছবি-বাংলানিউজ
লক্ষ্মীপুর: ৯ দফা দাবিতে লক্ষ্মীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক ও অধ্যক্ষের রুমে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা। এসময় প্রায় ১ ঘণ্টা অধ্যক্ষকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।
শনিবার (১৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীরা ৯ দফা দাবি নিয়ে অধ্যক্ষের বরাবর লিখিত আবেদন করেন।
অধ্যক্ষ আবেদন গ্রহণ না করায় শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে কলেজের প্রধান ফটক ও অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
লক্ষ্মীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন বাংলানিউজকে বলেন, লিখিত আবেদন করার সময় শিক্ষার্থীর পরনে প্রতিষ্ঠানের অনুমোদিত পোশাক ছিল না। তাদের মধ্যে কয়েকজন বহিরাগত ছিলো। তাই তাদের আবেদন গ্রহণ করা হয়নি।
লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলম বলেন, কলেজে গিয়ে তালা খুলে অধ্যক্ষকে উদ্ধার করা হয়েছে। ক্যাম্পাসের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মে ১৩, ২০১৭
আরআর/বিএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।