শনিবার (১৩ মে) সকালে সদর উপজেলার চুরখাই ও ফুলবাড়িয়া উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, আটকদের নাম এখন বলা যাবে না।
শুক্রবার (১২ মে) সন্ধ্যায় নগরীর চৌরঙ্গী মোড় এলাকায় গান বাজানোকে ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে খুন হন ওই নারী। এ সময় তার মেয়ে খুশিকেও কুপিয়ে আহত করে বখাটে রাহাত ও মাহবুব। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এমএএএম/ওএইচ/এসএইচ