ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

নবীগঞ্জে ছেলের হাতে মা খুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, মে ১৩, ২০১৭
নবীগঞ্জে ছেলের হাতে মা খুন

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আমিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূকে খুন করেছে তার ছেলে আমির আহমদ (১৭)।
 

এ ঘটনায় শনিবার (১৩ মে) বিকেলে আমিরকে আটক করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে এ খুনের দায় স্বীকার করেছে সে।

নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেলুর রহমান বাংলানিউজকে জানান, শনিবার সকালে আমিনার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে সন্দেহজনকভাবে তার ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এতে সে তার মাকে খুন করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে এএসপি আরো জানান, স্বামী মানসিক ভারসাম্যহীন হওয়ায় আমেনা দীর্ঘদিন ধরে একা ঘরে বসবাস করতেন। তার সঙ্গে এক ব্যক্তির গোপন সম্পর্ক ছিল। বিভিন্ন সময়ে ফোনে কথা ও দেখা হতো। এ পরকীয়ার সত্যতা পাওয়ার পর সহ্য করতে না পেরে শুক্রবার (১২ মে) রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ায় আমির। পরে রাতে ঘুমন্ত অবস্থায় চুরি দিয়ে গলা কেটে হত্যা করে তার মাকে।
 
তিনি আরও জানান, আমিরের দেয়া তথ্য মতে, মোবাইল ফোনে আমেনা কার কার সঙ্গে কথা বলতো তা খতিয়ে দেখা হচ্ছে।
 
এর আগে শনিবার (১৩ মে) সকালে উপজেলার কামিরাই গ্রামে গৃহবধূর বসতঘর থেকে হাত-পা বাধা গলাকাটা ও ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আমেনা ওই গ্রামের জাবিদ উল্লার স্ত্রী।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মে ১২, ২০১৭
আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।