মাগুরা: মাগুরার মহম্মদপুর উপেজলায় শাহীন মোল্যা (২১) নামে এক কলেজছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (১৩ মে) বিকেলে উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের চররামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শাহীনের আত্মীয় সুলতান বিশ্বাস বাংলানিউজকে জানান, ছোট বেলায় শাহীনের বাবার মৃত্যুর পর তার মা চররামপুর গ্রামের কৃষক গোলাম রসুল মোল্যাকে বিয়ে করেন।
এরপর থেকে শাহীন সৎ বাবার সংসারে বেড়ে ওঠে। এবছর শাহীন ফরিদপুর জেলার ভাঙ্গা কলেজে ভূগোল বিষয়ে অনার্সে ভর্তি হন। বিকেলে সামান্য কারণে সৎ ভাইয়েরা শাহীনকে মারপিট করে। এ সময় শাহীন অভিমান করে ঘরে ঢুকে আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয়। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেয়ে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।