ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

‘বাংলাদেশের পরিকল্পনা বাস্তবায়নে আমরা এগিয়ে যাচ্ছি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, মে ১৩, ২০১৭
‘বাংলাদেশের পরিকল্পনা বাস্তবায়নে আমরা এগিয়ে যাচ্ছি’ ‘বাংলাদেশের পরিকল্পনা বাস্তবায়নে আমরা এগিয়ে যাচ্ছি’। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশের পরিকল্পনা বাস্তবায়নে আমরা এগিয়ে যাচ্ছি। অচিরেই ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো।

এক সময় বাংলাদেশ নলেজ বেইজড হবে। ২০৩০ সালের মধ্যে এ দেশে কোনো বেকারত্ব থাকবে না।

শনিবার (১৩ মে) বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রথম সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের ভলিবল মাঠে কেন্দ্র ঘোষিত ছাত্রলীগের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পরিকল্পনা মন্ত্রী বলেন, বাংলাদেশে বেকারত্ব থাকবে না। সবাই মূলধারার অর্থনীতিতে যোগ দেবে। আমরা এখানে সর্বোচ্চ বিনিয়োগ করবো।
আগামীতে শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ রাখা হবে। কারণ শিক্ষা খাতে বরাদ্দ দিলে সেই টাকা পূর্ণরূপে ফেরত আসে। বাংলাদেশকে ডিজিটালাইজড করা হবে। আয়কর থেকে শুরু করে সব কাজ টেকনোলজির মাধ্যমে করা হবে।

এক সময় বাংলাদেশকে বিশ্ব তালিকায় খুঁজে পাওয়া যেতো না। এখন বাংলাদেশ বিশ্বের অনেক দেশের সঙ্গে তাল মিলিয়ে চলছে।

দুপুরে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় ও ছাত্রলীগের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলী আশরাফ।

শাখা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত হওয়া কমিটির সাধারণ সম্পাদক রেজা-ই-ইলাহীর উপস্থাপনায় ও সভাপতি নাজমুল হাসান আলিফের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

সম্মেলন শেষে কেন্দ্রীয় সভাপতি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। শিগগিরই শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মে ১৩, ২০১৭
আরআইএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।