শনিবার (১৩ মে) সকাল ও সন্ধ্যায় পৃথক দু’টি স্থানে এ ঘটনা ঘটে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাফিউল আলম বাংলানিউজকে জানান, ভোরে ভোলাইল এলাকায় নিজ বাড়ির চতুর্থ তলার ছাদ থেকে পড়ে আবু বকর সিদ্দিক সোহাগের মৃত্যু হয়েছে।
অপরদিকে, সন্ধ্যায় পঞ্চবটি চাদনী হাউজিং এলাকায় প্রবাসী করিম মোল্লা পারিবারিক কলহের জের ধরে নিজ ঘরে বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
দু’জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ১শ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এসআই শাফিউল আলম।
বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এসআরএস/