ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ইয়াবাসহ যুবক আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, মে ১৩, ২০১৭
পাথরঘাটায় ইয়াবাসহ যুবক আটক

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে ১৭৪ পিস ইয়াবাসহ সওকতুল ইসলাম শিমু (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৩ মে) রাত সাড়ে ৮টার দিকে পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের কালিপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক শিমু কালিপুর গ্রামের আব্দুল কুদ্দুস হাওলাদারের ছেলে।

পাথারঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিপুর গ্রামে শিমুর বাড়িতে অভিযান চালান হয়। এ সময় ঘরের বিভিন্ন জায়গায় তল্লাশি করে পলিথিনে মোড়ানো ১৭৪ পিস ইয়াবা জব্দ করা হয়।

কয়েক মাস আগেও শিমু বিপুল পরিমান ইয়াবাসহ ডিবির হাতে ধরা পড়েছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, ১৪ মে, ২০১৭
এমআরএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।