ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, মে ১৩, ২০১৭
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

নীলফামারী: ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছে মো. মিশন মিয়া (৩২) নামের এক পুলিশ সদস্য। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত মিশন মিয়ার স্ত্রী রানী বেগম (২৬)। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৩ মে) সন্ধ্যায় উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পুষনা বাবুর বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ কনস্টেবল মিশন মিয়া পার্শ্ববর্তী রংপুর জেলার আলমবিদিতর ইউনিয়নের গনেশ গ্রামের মৃত. জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ঘটনার সময় মিশন মিয়া তার গ্রামের বাড়ি হতে মোটরসাইকেল যোগে স্ত্রী রানী বেগমকে সঙ্গে নিয়ে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা শহরের এক আত্বীয়ের বাড়িতে আসছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ইট বোঝাই ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
 
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মাহিন্দ্র ট্রাক্টরটি আটক করা হয়েছে তবে এর চালক পালিয়ে গেছেন। নিহত পুলিশ সদস্য মিশন মিয়া ঢাকায় কর্মরত ছিলেন। সে ছুটিতে নিজ বাড়িতে এসেছিলেন বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, ১৪ মে, ২০১৭
এমআরএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।