শনিবার (১৩ মে) রাত ১১টার দিকে শহরের মিজান ময়দানে মাদক বিরোধী সমাবেশের পুরো প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। শেষ হয়েছে মঞ্চ তৈরির কাজ।
অপরদিকে শহরের পৌর চত্ত্বরে গিয়ে দেখা যায়, সেখানেও প্রস্তুতি চলছে কৃষক লীগের সম্মেলনের। এ উপলক্ষে শহরের কলেজ রোড, জেল রোডসহ পুরো এলাকে সজ্জিত করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানায়, বেলা পৌনে তিনটায় হেলিকপ্টার যোগে ফেনী এসে পৌঁছবেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেল তিনটায় পৌর চত্বরে কৃষক লীগের সম্মেলন ও চার টায় শহরের মিজান ময়দানে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা ও সুরক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমদ চৌধুরী, জেলা প্রশাসক মনোজ কুমার রায় ও পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার।
সমাবেশে সভাপতিত্ব করবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক সালাহউদ্দিন মাহমুদ।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে সভাটি আয়োজন করেছে। বিকেলে পৌর চত্বরে ১৪ বছর পর অনুষ্ঠেয় সম্মেলন উদ্বোধন করবেন কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মোতাহের হোসেন মোল্লা।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লায়লী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান বি কম, জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী জাহান আরা বেগম সুরমা এমপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে থাকবেন কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার সামছুল হক রেজা। এতে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশ্রাফুল আলম গীটারের পরিচালনায় সভায় সভাপতিত্ব করবেন জেলা কৃষক লীগ সভাপতি জামাল উদ্দিন ছুট্টু।
বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এসএইচডি/এসআরএস