ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় দুর্বৃত্তদের ইটের আঘাতে স্কুলছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৫ ঘণ্টা, মে ১৪, ২০১৭
বগুড়ায় দুর্বৃত্তদের ইটের আঘাতে স্কুলছাত্র নিহত

বগুড়া: বগুড়া শহরতলীর মাটিডালী এলাকায় দুর্বৃত্তের ইটের আঘাতে মাসুক (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

মাসুক মাটিডালী হাজীপাড়া এলাকার জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ইমদাদুল হক এমদাদের ছেলে। মাসুক স্থানীয় এসওএস হ্যারম্যান মেইনার স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

শনিবার (১৩ মে) দিবাগত রাতে শহরের ফুলবাড়ী টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক (টিএসআই) রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, রাত ১০টার দিকে ওই স্কুলছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে মাথায় ইট দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। এতে সে গুরুতর আহত হন।

আহতবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশি অভিযান চলছে বলেও জানান টিএসআই রবিউল ইসলাম।

বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এমবিএইচ/ওএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।