শনিবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর রাস্তার মাথা এলাকা থেকে তাদের আটক করা হয়।
ইয়াবাসহ জব্দ করা মোটরসাইকেলের বাজার মূল্য আনুমানিক ১ কোটি ২০ লাক টাকা।
আটকরা হলেন- রোকন উদ্দিন সরকার (৩৫) ও আসাদুল ইসলাম আসাদ (২৩)।
ফেনী র্যাব-৭ এর স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় সন্দেহজনক একটি মোটরসাইকেলে তল্লাশি করে তেলের ট্যাঙ্কি থেকে ৩৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তিনি জানান, চট্টগ্রাম থেকে ইয়াবাগুলো নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন তারা। তাদের বাড়ি রাজশাহী জেলায়। ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে ইয়াবাগুলো রাজশাহীতে পাঠানো হতো।
এ ব্যাপারে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান জামিল ফাহিম।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এসইচডি/ওএইচ/বিএস