রোববার (১৪ মে) সকালে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- ওই গ্রামের শাহাদাত হোসেনের ১৪ মাসের মেয়ে জান্নাতুল আক্তার ও একই গ্রামের শফিকুল ইসলামের ১৬ মাসের মেয়ে মুক্তা আক্তার।
স্থানীয়রা জানান, সকালে জান্নাতুল ও মুক্তা খেলতে খেলতে বাড়ির পাশের নর্দমায় জমে থাকা পানিতে ডুবে যায়। টের পেয়ে পরিবারের লোকজন শিশু দু’টিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহিদুল রহমান জানান, হাসপাতালে আনার আগেই শিশু দু’টির মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এসআই