ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

মুকসুদপুরে সেপটিক ট্যাংকে ১২৫০ ক্যান বিয়ার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৩ ঘণ্টা, মে ১৪, ২০১৭
মুকসুদপুরে সেপটিক ট্যাংকে ১২৫০ ক্যান বিয়ার

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভজনদি গ্রামের এক বাড়ির সেপটিক ট্যাংক থেকে ১২৫০ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর সদস্যরা।

শনিবার (১৩ মে) দিনগত রাতে এসব বিয়ার উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিক জাহিদ হাসান টিটুকে আটক করা হয়েছে।

 

র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্প ইনচার্জ মেজর সোহেল রানা প্রিন্স জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত দেড়টার দিকে ভজনদি গ্রামের টিটুর বাড়ির সেপটিক ট্যাংকে তল্লাশি চালায় র‌্যাব। এসময় ওই ট্যাংকে বিদেশি বিয়ারের ক্যানগুলো পাওয়ায় বাড়ির মালিক টিটুকে আটক করা হয়।  

রোববার সকাল ১০টায় এ ব্যাপারে মাদারীপুর ক্যাম্পে র‌্যাবের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করে এসব কথা জানানো হয়।

এ ব্যাপারে র‌্যাব মুকসুদপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।