শনিবার (১৩ মে) দিনগত রাতে এসব বিয়ার উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিক জাহিদ হাসান টিটুকে আটক করা হয়েছে।
র্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্প ইনচার্জ মেজর সোহেল রানা প্রিন্স জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত দেড়টার দিকে ভজনদি গ্রামের টিটুর বাড়ির সেপটিক ট্যাংকে তল্লাশি চালায় র্যাব। এসময় ওই ট্যাংকে বিদেশি বিয়ারের ক্যানগুলো পাওয়ায় বাড়ির মালিক টিটুকে আটক করা হয়।
রোববার সকাল ১০টায় এ ব্যাপারে মাদারীপুর ক্যাম্পে র্যাবের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করে এসব কথা জানানো হয়।
এ ব্যাপারে র্যাব মুকসুদপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এসআই