রোববার (১৪ মে) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করে।
স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে সিরামিকসের মালবোঝাই ট্রাকটি খাগড়াছড়ির প্রবেশ পথে আলুটিলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকশ ফিট গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকটিতে থাকা একজনের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের ভেতরে আটকে থাকা নিহতের মরদেহ উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার উপ পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মাসুদ।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এএটি/এমজেএফ