ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে ট্রাক খাদে পড়ে নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৯ ঘণ্টা, মে ১৪, ২০১৭
খাগড়াছড়িতে ট্রাক খাদে পড়ে নিহত ১ খাগড়াছড়িতে ট্রাক খাদে পড়ে নিহত ১-ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা সদরের অদূরে আলুটিলা এলাকায় মালবোঝাই একটি ট্রাক উল্টে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (১৪ মে) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করে।

নিহতের নাম-পরিচয় জানা যায়নি। আহতরা হলেন শাহ আলম (৩২), শাবুল (৩৭) ও বশির (২৮)।

স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে সিরামিকসের মালবোঝাই ট্রাকটি খাগড়াছড়ির প্রবেশ পথে আলুটিলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকশ ফিট গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকটিতে থাকা একজনের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের ভেতরে আটকে থাকা নিহতের মরদেহ উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার উপ পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মাসুদ।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।