ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

সুবাস্তু টাওয়ারে আপন জুয়েলার্স সিলগালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৮ ঘণ্টা, মে ১৪, ২০১৭
সুবাস্তু টাওয়ারে আপন জুয়েলার্স সিলগালা আপন জুয়েলার্সে সিলগালা

ঢাকা: অভিযানের সময় বন্ধ পাওয়ায় রাজধানীর গুলশানের সুবাস্তু টাওয়ারে অবস্থিত আপন জুয়েলার্সের দোকান সিলগালা করে দিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

রোববার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে শুল্ক গোয়েন্দা বিভাগ সেখানে অভিযানে যায়। এ সময় দোকানটি বন্ধ পাওয়ায় তা সিলগালা করে দেওয়া হয়।

শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান জানান, সুবাস্তু টাওয়ার, উত্তরা, সীমান্ত স্কয়ার, মৌচাকসহ আপন জুয়েলার্সের মোট ৫টি দোকানে অভিযান চালানো হয়। এ সময় সুবাস্তু টাওয়ারের দোকানটি বন্ধ পাওয়ায় তা সিলগালা করে দেওয়া হয়।

ব্যাংক হিসাব তথ্যের গড়মিলের ভিত্তিতে আপন জুয়েলার্সের দোকানগুলোতে পর্যায়ক্রমে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, মে ১৪, ২০১৭
পিএম/ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।