ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

ইন্দুরকানিতে অটোরিকশা চাপায় বৃদ্ধ নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, মে ১৪, ২০১৭
ইন্দুরকানিতে অটোরিকশা চাপায় বৃদ্ধ নিহত

পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় সোলায়মান হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার (১৪ মে) সকাল ১০টার দিকে পত্তাশী-ইন্দুরকানি সড়কের বালুর রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। সোলায়মান পত্তাশী গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, সকালে বাড়ি থেকে অটোরিকশায় করে ইন্দুরকানি শহরে যাচ্ছিলেন সোলায়মান। পথে বালুর রাস্তা এলাকায় এলে আরেকটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে তাদের বহনকারী অটোরিকশাটি উল্টে যায়। এসময় অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন সোলায়মান। পরে এলাকাবাসী আহত অবস্থায় সোলায়মানকে উদ্ধার করে ইন্দুরকানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডা. শংকর কুমার ঘোষ তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, মে ১৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।