রোববার (১৪ মে) বেলা ১১টার দিকে খিলগাঁওয়ের মেরাদিয়া পোড়াবাড়ি মোড় এলাকায় দ্বিতল ভবনে কাজ করার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের সহকর্মী আজিজুল বাংলানিউজে বাংলানিউজকে বলেন, ওই এলাকায় একটি দ্বিতল ভবনে কাজ করছিলাম আমরা।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোয়া ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য শ্রমিকের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এএটি/বিএস