রোববার (১৪ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা বলেন, শুধু বনানীর ঘটনার অপরাধী নয়, সম্প্রতি ঘটে যাওয়া সব ধর্ষকের দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
সংগঠনের কার্যনির্বাহী সদস্য শান্তা মারিয়ম বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সব উন্নয়ন বৃথা।
সাধারণ সম্পাদক পারভিন সুলতানা বলেন, যারা এ জঘন্য অপরাধ করেছে তারাও কোনো মায়ের সন্তান। এ ঘৃণিত অপরাধের কঠোর শাস্তি দাবি করছি।
আয়োজক সংগঠনের সভাপতি নাসিমুন আরা খাতুনের সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এসটি/আরআর/জেডএস