ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

বনানীর ঘটনায় অপরাধীর কঠোর শাস্তি দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, মে ১৪, ২০১৭
বনানীর ঘটনায় অপরাধীর কঠোর শাস্তি দাবি বনানীর ঘটনায় অপরাধীর কঠোর শাস্তি দাবি-ছবি-আনোয়ার হোসেন রানা

ঢাকা: রাজধানীর বনানীতে দুই তরুণী ধর্ষণের ঘটনায় অপরাধীর কঠোর শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র।

রোববার (১৪ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা বলেন, শুধু বনানীর ঘটনার অপরাধী নয়, সম্প্রতি ঘটে যাওয়া সব ধর্ষকের দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

সংগঠনের কার্যনির্বাহী সদস্য শান্তা মারিয়ম বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সব উন্নয়ন বৃথা।

সাধারণ সম্পাদক পারভিন সুলতানা বলেন, যারা এ জঘন্য অপরাধ করেছে তারাও কোনো মায়ের সন্তান। এ ঘৃণিত অপরাধের কঠোর শাস্তি দাবি করছি।

আয়োজক সংগঠনের সভাপতি নাসিমুন আরা খাতুনের সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এসটি/আরআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।