শনিবার (১৩ মে) রাতে দুপুরে বাইমাইল কাদের মার্কেট এলাকায় কবিরাজ বাড়ির সামনে রাস্তায় ইয়াবা বিক্রির সময় তাকে আটক করা হয়।
রোববার দুপুরে আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আসাদ সাইফুল্লাহ।
তিনি বলেন, আটক সাইদুল বাইমাইল এলাকার হাবিবুর রহমানের ছেলে।
তিনি বলেন, রাতে বাইমাইল কাদের মার্কেট এলাকায় ইয়াবা ট্যাবলেট বেচাকেনা হচ্ছে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৩০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় জয়দেবপুর থানায় মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, মে ১৪, ২০১৭
আরএস/এএটি/বিএস