ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

রেইন ট্রি হোটেলে শুল্ক গোয়েন্দা বিভাগের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, মে ১৪, ২০১৭
রেইন ট্রি হোটেলে শুল্ক গোয়েন্দা বিভাগের অভিযান ‘দ্য রেইন ট্রি’ হোটেল থেকে ১০ বোতল বিদেশি মদ উদ্ধার

ঢাকা: রাজধানীর বনানীর ‘দ্য রেইন ট্রি’ আবাসিক হোটেলে অভিযান চালাচ্ছে শুল্ক গোয়েন্দা বিভাগ। অভিযানে এখন পর্যন্ত একটি কক্ষ থেকে ১০ বোতল বিদেশি মদ উদ্ধার করার খবর জানা গেছে। 

শুল্ক গোয়েন্দা বিভাগের যুগ্ম পরিচালক শফিউর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযান শুরু হয় রোববার (১৪ মে) বেলা ১২টায়।  

এ খবর পর্যন্ত হোটেলটিতে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে শনিবার (১৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর ও মানবাধিকার কমিশন হোটেলটিতে অভিযান চালায়। অভিযান শেষে মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির প্রধান নজরুল ইসলাম বলেন, হোটেলটিতে মানবাধিকার লঙ্ঘন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এসেজ/পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।