শুল্ক গোয়েন্দা বিভাগের যুগ্ম পরিচালক শফিউর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযান শুরু হয় রোববার (১৪ মে) বেলা ১২টায়।
এ খবর পর্যন্ত হোটেলটিতে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে শনিবার (১৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর ও মানবাধিকার কমিশন হোটেলটিতে অভিযান চালায়। অভিযান শেষে মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির প্রধান নজরুল ইসলাম বলেন, হোটেলটিতে মানবাধিকার লঙ্ঘন হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এসেজ/পিএম/জেডএস