রোববার (১৪ মে) সকাল ৮টায় আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ৩ ঘণ্টার চেষ্টায় সোয়া ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. মামুনর রশিদ বাংলানিউজকে বলেন, সকাল ৮টায় কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ১৫ নম্বর গোউডানে আগুন লেগে দ্রুত ১২ ও ১৩ নম্বর গোডাউন পর্যন্ত ছড়িয়ে পড়ে। মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের ২টি ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ৩ ঘণ্টা ধরে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তিনি আরও জানান, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের গোডাউনগুলো বিভিন্ন পাট ব্যবসায়ীর কাছে ভাড়া দেওয়া হয়। এ তিনটি পাটের গোডাউন সাত্তার জুট কোম্পানির। যার পরিচালক মো. সাত্তার।
কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ম্যানেজার রিয়াদ করিম বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে এ বিষয়ে বলা যাবে।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এএ