ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে মূসক ও সম্পূরক শুল্ক আইন বিষয়ক কর্মশালা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, মে ১৪, ২০১৭
মানিকগঞ্জে মূসক ও সম্পূরক শুল্ক আইন বিষয়ক কর্মশালা মানিকগঞ্জে মূসক ও সম্পূরক শুল্ক আইন বিষয়ক কর্মশালা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ মে) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের মানবিক উন্নয়ন কেন্দ্রে শুল্ক আইন-২০১২ এবং বিধিমালা-২০১৬ এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ঢাকা উত্তরের কমিশনার সহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডের ( মূসক নিরীক্ষা ও গোয়েন্দা বিভাগ) সদস্য খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান, সরকারি দেবেন্দ্র কলেজের প্রফেসর মো. শাহজাহান, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সুদেব সাহা, ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির মোল্লা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মে ১৪, ২০১৭
ওএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।