রোববার (১৪ মে) সকাল ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের সদস্যরা এ অবস্থান কর্মসূচি পালন করেন।
এসময় সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন বলেন, সরকার এরইমধ্যে জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ এবং বিগত বছরের ২৩ এপ্রিল একটি পরিপত্র জারি করেছে।
তিনি আরও বলেন, গণশিক্ষা মন্ত্রণালয় আমাদের বেতন দেওয়ার ব্যবস্থা গ্রহণ না করেই ১৫শ’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু করেছে। তাই আমরা অবস্থান কর্মসূচি পালনে বাধ্য হয়েছি।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, সব নন-এমপিও নিম্নমাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে হবে, চাকরিতে যোগদানের দিন থেকেই বয়স গণনা করতে হবে প্রভৃতি।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নূরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মো. মোকাররম হোসেনসহ বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকরা।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এসটি/এএটি/জেডএস