ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

রেইন ট্রি হোটেলের বিরুদ্ধে হচ্ছে তিন মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, মে ১৪, ২০১৭
রেইন ট্রি হোটেলের বিরুদ্ধে হচ্ছে তিন মামলা হোটেল রেইন ট্রি (ছবি: সংগৃহিত)

ঢাকা: রাজধানীর বনানীর রেইন ট্রি হেটেলে অভিযান চালিয়ে বিদেশি মদ উদ্বারের পর প্রতিষ্ঠানটির বিরুদ্ধের ৩টি মামলা দায়ের হতে যাচ্ছে।

রোববার (১৪ মে) দুপুরে বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক মুহাম্মদ শফিউর রহমান।

তিনি বাংলানিউজকে জানান, মানি লন্ডারিং আইন, ভ্যাট ফাঁকি দেওয়ায় ভ্যাট আইন ও কাস্টম আইনে হোটেলটির বিরুদ্ধে ৩টি মামলা করা হবে।

রেইন ট্রি হোটেলে অভিযান চালিয়ে ৩ কার্টনে ১০ বোতল বিদেশি মদ উদ্বার করা হয়েছে।  

রেইন ট্রি হোটেলের মদ বিক্রির কোনো লাইসেন্স নেই। লাইসেন্স না থাকলে কোনো হোটেল নেশা জাতীয় কোনো দ্রব্য রাখতে পারবে না। উদ্বারকৃত মদগুলোতে লেখা বাংলাদেশে ডিউটি ফ্রি। অর্থাৎ ওয়্যার হাউস ও প্রিভিলেজ পার্সন এই মদ রাখার এখতিয়ার রাখেন। অবৈধভাবে মদ রাখা কাস্টমস আইনে অপরাধ।

এছাড়া ডিউটি না দিয়ে মদগুলো ক্রয় করা এটাও একটা অপরাধ। আবার গুলশান ভ্যাট কমিশনারেটের সদস্যরা হোটেলটির ভ্যাট চালান দেখে অবগত হন হোটেলটি ৮ লাখ টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে বলে জানান শফিউর রহমান।

এর আগে দুপুর ১২টায় রেইন ট্রি হোটেলে অভিযান শুরু হয়ে শেষ হয় দুপুর ২টায়। অভিযানের নেতৃত্ব দেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক মুহাম্মদ সফিউর রহমান। এছাড়াও শুল্ক গোয়েন্দার সঙ্গে গুলশান ভ্যাট কমিশনারেট কার্যালয়ের সদস্য ও র‌্যাবের সদস্যরা অভিযানে অংশ নেন।

গত শনিবার (১৩ মে) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রেইন ট্রি হোটেলে অভিযান চালায়। গুলশান জোনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ওয়াবদুল কবিরের নেতৃত্বে দলটি শনিবার বেলা সোয়া ১১টার দিকে হোটেলটি পরিদর্শনে যায়।
 
আর সকাল ১০টার দিকে দ্য রেইন ট্রি হোটেল পরিদর্শনে যান ধর্ষণের ঘটনার তদন্তে গঠিত জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির দুই সদস্য। তদন্ত কমিটির প্রধান নজরুল ইসলাম ও সদস্য শরীফ উদ্দিন ঘটনাস্থল ঘুরে দেখেন ও হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।

এ সময় জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির প্রধান নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমাদের প্রতীয়মান হয়েছে রেইন ট্রি হোটেলে মানবাধিকার লঙ্ঘন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এসজে/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।