ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষায় মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, মে ১৪, ২০১৭
আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষায় মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি

ঢাকা: প্রণীত আইনের খসড়া প্রণয়নের ক্ষেত্রে ভাষাগত উৎকর্ষ সাধন, বিষয়গত যথার্থতা এবং সংশ্লিষ্ট অপরাপর আইনের সঙ্গে সামঞ্জস্য ও সংগতি বিধানের লক্ষ্যে প্রস্তুতকৃত আইনের খসড়া মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপনের পূর্বে পরীক্ষা-নিরীক্ষার জন্য আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবকে (আইন) আহ্বায়ক করে আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষাপূর্বক মতামত প্রদান সংক্রান্ত কমিটি গঠন করে ১১ মে’র আদেশ রোববার প্রকাশ করা হয়েছে।

কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে, প্রস্তাবিত আইনের ভাষাগত উৎকর্ষ সাধন, বিষয়গত যথার্থতা পরীক্ষা-নিরীক্ষা, সংশ্লিষ্ট অপরাপর আইনের সঙ্গে সামঞ্জস্য ও সমন্বয় সাধন।


 
খসড়া পর্যালোচনা করে কমিটি উদ্যোগী মন্ত্রণালয় কর্তৃক উপস্থাপিত প্রস্তাবিত আইনের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এরূপ অন্যান্য আইন, বিধি, প্রবিধান, রীতি; প্রস্তাবিত আইন/সংশাধনের উদ্দেশ্যে ও এর সম্ভাব্য প্রভাব এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক আইন, চুক্তি, কনভেনশন, সমঝোতা স্মারক, সিদ্ধান্ত, প্রটোকল ইত্যাদির তথ্য বিবেচনা করবে।

উদ্যোগী মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অনুবিভাগ প্রধান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (সিআর), লেজিসল্যাটিভ ও সংসদ বিভাগের যুগ্মসচিব (ড্রাফটিং), সংসদ সচিবালয়ের যুগ্মসচিব (আইন প্রণয়ন), আর্থিক সংশ্লেষ থাকলে অর্থ বিভাগের উপসচিব (বাজেট-২৩), জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাংলা ভাষা বাস্তবায়ন কোষের অ্যাসাইনমেন্ট অফিসারকে সদস্য এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব বা সিনিয়র সহকারী সচিবকে (আইন) কমিটির সদস্য-সচিব করা হয়েছে।

কমিটি প্রয়োজনবোধে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারেব এবং মন্ত্রিপরিষদ বিভাগের আইন অধিশাখা কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে বলে আদেশে জানানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।