রোববার (১৪ মে) দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- কুমিল্লা জেলার তিতাস থানার বেলায়েত মিয়ার ছেলে আলামিন, কুমিল্লা সদর উপজেলার দেবিরদার এলাকার রেশমত উজানির ছেলে জালাল, চান্দিনা এলাকার আলম মিয়ার ছেলে জুয়েল, ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার মুকন্দপুর এলাকার লুৎফর আহমেদের ছেলে জুনায়েদ আহমেদ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে রূপসী এলাকায় অভিযান চালিয়ে চার জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চারটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানার মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এনটি