এরা হলো- উপজেলার আমতলী গ্রামের লিটন মিয়ার ছেলে মোস্তাকিম (৫) ও আওলাদ মিয়ার ছেলে তৌকির (৫)।
রোববার (১৪ মে) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বাংলানিউজকে জানান, দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় মোস্তাকিম ও তৌকির। অনেক খোঁজাখুঁজির করেও তাদের কোথাও পাওয়া যায়নি। একপর্যায়ে পুকুরে তারা ভেসে উঠলে স্বজনরা তাদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডা. প্রেমানন্দ মণ্ডল শিশু দু’টিকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, মে ১৪, ২০১৭
আরবি/আরএ