ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

কোটালীপাড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, মে ১৪, ২০১৭
কোটালীপাড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দু'টি শিশুর মৃত্যু হয়েছে।

এরা হলো- উপজেলার আমতলী গ্রামের লিটন মিয়ার ছেলে মোস্তাকিম (৫) ও আওলাদ মিয়ার ছেলে তৌকির (৫)।

রোববার (১৪ মে) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বাংলানিউজকে জানান, দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় মোস্তাকিম ও তৌকির। অনেক খোঁজাখুঁজির করেও তাদের কোথাও পাওয়া যায়নি। একপর্যায়ে পুকুরে তারা ভেসে উঠলে স্বজনরা তাদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডা. প্রেমানন্দ মণ্ডল শিশু দু’টিকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, মে ১৪, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।