রোববার (১৪ মে) সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার বুড়িরবাজারে এ ঘটনা ঘটে।
গণপিটুনির শিকার মোকছুদুল ইসলাম আদিতমারী উপজেলার বুড়িরবাজারের নৈশপ্রহরী অহেদুল ইসলামের জামাতা এবং একই জেলার পাটগ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, শনিবার দিনগত গভীর রাতে চোর মোকছুদুল বুড়িরবাজারের এন্তাজের ছেলে মোশারফ হোসেনের গালামালের (ভাঙড়ি) দোকানের টিন কেটে চুরির চেষ্টা চালায়। এ সময় তাকে হাতেনাতে স্থানীয়দের সহায়তায় আটক করে নৈশপ্রহরীরা।
পরে তাকে বেঁধে মারধর করে এলাকাবাসী। গত সপ্তাহে ওই বাজারের চৌধুরী মার্কেটের আফছার আলীসহ কয়েকটি দোকানে চুরি হয়। চোর আটক হয়েছে খবর শুনে আফছার আলীও ছুটে আসেন এবং মোকছুদুলকে পিটুনি দেন।
অবশেষে বুড়িরবাজার বনিক সমিতির নেতারা এসে গণপিটুনি থেকে বাঁচিয়ে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেন।
নাম প্রকাশ না করার শর্তে বুড়িরবাজার বনিক সমিতির এক নেতা বাংলানিউজকে জানান, চুরির চেষ্টার সময় স্থানীয়রা হাতেনাতে আটক করলে মুচলেকা নিয়ে মোকছুদুলকে ছেড়ে দেয়া হয়েছে।
বুড়িরবাজারের নৈশপ্রহরী অহেদুল ইসলাম জানান, চোর মোকছুদুলের সঙ্গে তার পরিবারের কোনো সম্পর্ক নেই। চোর জামাই তার বাড়িতে বেড়াতে আসেনি বলেও দাবি করেন তিনি।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় বাংলানিউজকে জানান, এমন কোনো খবর তার জানা নেই। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মে ১৪, ২০১৭
আরএ