শনিবার (১৩ মে) দিনগত রাতে কলাপাড়া পৌর শহরের চিংগরিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কলাপাড়া পৌর শহরের চিংগরিয়া এলাকার অমল মিস্ত্রীর স্ত্রী লক্ষ্মী মিস্ত্রী (৪০), কলেজ রোড এলাকার রুহুল আমিনের ছেলে নুরুল ইসলাম (২২) ও মহিপুরের ইউসুফ (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে চিংগরিয়া থেকে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা ২০ লিটার মদসহ লক্ষ্মীকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লক্ষ্মী মিস্ত্রী ও তার স্বামী অমল মিস্ত্রীকে আসামি করে মামলা দায়ের করে।
ওইদিন রাতেই কলাপাড়া পৌর শহরের বাসন্তী মণ্ডল প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ইয়াবা বিক্রির সময় ইয়াবাসহ নুরুল ইসলামকে আটক করে পুলিশ।
কলাপাড়া উপজেলার মহিপুর থানা পুলিশ জানায়, শনিবার রাতে মহিপুর থানার আলীপুর হোন্ডাস্ট্যান্ড থেকে ইয়বাসহ ইউসুফকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এমএস/আরআর/এমজেএফ