রোববার (১৪ মে) সকাল থেকে পুলিশ লাইন্স মাঠে শরীয়তপুর জেলা পুলিশের ইউমেন চাইল্ড সাপোর্ট সেন্টার এবং জেলা কমিউনিটি পুলিশিং এ মেলার আয়োজন করে।
সকাল ১০টায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক এ মেলার উদ্বোধন করেন।
পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল ও বিএম মোজাম্মেল হক এমপির সহধর্মিনী মাহফুজা খাতুন।
দেশে এই প্রথম ব্যতিক্রমধর্মী মেলার উদ্যোক্তা হিসেবে পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনকে ধন্যবাদ ও অভিনন্দন জানান উদ্বোধনী অনুষ্ঠানের বক্তারা।
পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনকে ধন্যবাদ জানিয়ে বিএম মোজাম্মেল হক এমপি বলেন, দেশের প্রথম এই দম্পতি মেলা দৃষ্টান্ত হয়ে থাকবে। এই মেলার জন্য শরীয়তপুরের মানুষ পুলিশ সুপারকে মনে রাখবে।
দম্পতি মেলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র গঠন হয়। পরিবারে যদি অশান্তি থাকে তাহলে রাষ্ট্রের মধ্যেও অশান্তি বিরাজ করে। যেই পরিবারে দম্পতিদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকে সেই পরিবারের ছেলে-মেয়েরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তাদের মধ্যে হতাশা দেখা দেয়। এক সময় তারা মাদকাসক্ত হয়ে পড়ে। এভাবে দম্পতিদের মধ্যে কলহ বিবাদের কারণে সমাজে ভাইরাস ছড়িয়ে পড়ে।
জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান বলেন, এই মেলা থেকে দম্পতিরা উজ্জীবিত হয়ে নতুন করে সংসার জীবন শুরু করতে অনুপ্রাণিত হবে।
পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, আমি চাই এ ধরনের উদ্যোগ দেশব্যাপী ছড়িয়ে পড়ুক।
বিএম মোজাম্মেল হক এমপির সহধর্মিনী মাহফুজা খাতুন বলেন, দম্পতিদের মধ্যে স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ এবং আন্ডারস্ট্যাডিং থাকতে হবে। তাহলেই পরিবারে শান্তি আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর উন্মুক্ত মঞ্চে নাচ-গান, কবিতা আবৃত্তি, নাটক, যাদু প্রদর্শনী, কৌতুক, সাপ খেলাসহ নানা বিনোদনের আয়োজন করা হয়।
এছাড়ও শর্ট ফিল্ম, নাটিকা ও ডকুমেন্টরি প্রদর্শন করা হয়। মেলায় বিভিন্ন সেবামূলক ক্যাম্প স্থাপন করা হয়েছে। সন্ধ্যায় পুরস্কার বিতরণ এবং ঢাকার শিল্পীদের অংশগ্রহণে মাদক বিরোধী কনসার্ট হবে।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
এছাড়া বিশেষ অতিথি থাকবেন- শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) শওকত আলী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নাভানা আক্তার, পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, শরীয়তপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান, সদর উপজেলা চেয়ারম্যান আবুল হাসেম তপাদার ও শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল।
দুই মাস আগে থেকে ‘সুখী-দাম্পত্য জীবনের গল্প’ শিরোনামে এক হাজার শব্দের মধ্যে দাম্পত্য জীবনের গল্প লিখে জমা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন পুলিশ সুপার। এদের মধ্য থেকে তিন ক্যাটাগরিতে ১০ জন বিজয়ী সুখী দম্পতিকে দেওয়া হবে পুলিশ সুপার সম্মাননা ও পুরস্কার।
এছাড়া মেলায় আগত দম্পতিদের মধ্য থেকে লটারির মাধ্যমে সেরা ২০ জন সুখি দম্পতির জন্য রয়েছে আকর্ষণীয় ২০টি পুরস্কার।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এনটি/আরএ