রোববার (১৪ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে ৭ দফা দাবিতে এ কর্মবিরতি ঘোষণা করে সংগঠনটি।
এসময় সংগঠনের সহ-সভাপতি সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, গাড়ির কাগজপত্র দেখার অজুহাতে ভ্রাম্যমাণ আদালতের নামে সার্জেন্ট ও হাইওয়ে পুলিশ মালবাহী গাড়ি পুলিশ লাইনে নিয়ে আটকে রেখে মোটা অংকের টাকা আদায় করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দিনাজপুর ট্রাক মালিক গ্রুপের সাবেক সভাপতি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রতাপ সাহা পানু, দিনাজপুর ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাদাকাতুল বারী, যুগ্ম সম্পাদক মানিকুল ইসলাম, কোষাধ্যক্ষ নয়ন উদ্দীন, সদস্য জহির উদ্দীন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মে ১৪, ২০১৭
আরআইএস/এএ