ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

উত্তরাঞ্চলে পণ্য পরিবহনে কর্মবিরতি ২১ মে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, মে ১৪, ২০১৭
উত্তরাঞ্চলে পণ্য পরিবহনে কর্মবিরতি ২১ মে সংবাদ সম্মেলন। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: সড়কে কাগজপত্র দেখার নামে পুলিশি হয়রানি বন্ধসহ ৭ দফা দাবিতে উত্তরাঞ্চলে ২১ মে সকাল থেকে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন কর্মবিরতির ডাক দিয়েছে ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

রোববার (১৪ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে ৭ দফা দাবিতে এ কর্মবিরতি ঘোষণা করে সংগঠনটি।

এসময় সংগঠনের সহ-সভাপতি সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, গাড়ির কাগজপত্র দেখার অজুহাতে ভ্রাম্যমাণ আদালতের নামে সার্জেন্ট ও হাইওয়ে পুলিশ মালবাহী গাড়ি পুলিশ লাইনে নিয়ে আটকে রেখে মোটা অংকের টাকা আদায় করে।

গাড়ির বাম্পার-অ্যাঙ্গেল খোলার আদেশ প্রত্যাহার ও সড়ক-মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ ৭ দফা দাবি আদায়ে দিনাজপুরসহ উত্তরবঙ্গে আগামী রোববার (২১ মে) সকাল থেকে ৪৮ ঘণ্টার জন্য পণ্য পরিবহন কর্মবিরতি চলবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দিনাজপুর ট্রাক মালিক গ্রুপের সাবেক সভাপতি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রতাপ সাহা পানু, দিনাজপুর ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাদাকাতুল বারী, যুগ্ম সম্পাদক মানিকুল ইসলাম, কোষাধ্যক্ষ নয়ন উদ্দীন, সদস্য জহির উদ্দীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মে ১৪, ২০১৭
আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।