ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

মিরপুরের এসি-ওসি প্রত্যাহার, এসআই বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, মে ১৪, ২০১৭
মিরপুরের এসি-ওসি প্রত্যাহার, এসআই বরখাস্ত মিরপুর মডেল থানা (ফাইল ফটো)

ঢাকা: চুরি-মারামারির অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা একটি মামলায় ১১ মাসের শিশু ও মৃত ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দেওয়ার অভিযোগে তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মারুফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ সদর দফতর। এ ঘটনায় থানার পরিদর্শক (তদন্ত) মো. সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার করে এপিবিএন খাগড়াছড়ির মহালছড়িতে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া মিরপুর জোনের সহকারী কমিশনার (এসি) কাজী মাহবুবুল আলমকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে বদলির নির্দেশ এসেছে।

রোববার (১৪ মে) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি, মিডিয়া) সহেলী ফেরদৌস।

এ তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু হচ্ছে বলেও জানান তিনি।

মিরপুর জোনের উপকমিশনার (ডিসি) এবং সহকারী উপকমিশনারকে (এডিসি) সর্তক করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে নিবিড়ভাবে মামলা তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দফতর থেকে পাঠানো আদেশ (সংগৃহীত)চুরির অভিযোগে ১০ মাসের একটি শিশুর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ঘটনার সময় তার বয়স ছিল মাত্র ২৮ দিন। গত ৩০ এপ্রিল ঢাকার আদালতে হাজির হয়ে জামিন নিতে হয় শিশুটিকে। শুধু তাই নয়, সেখানে একজন মৃত ব্যক্তির নামেও অভিযোগপত্র দেওয়া হয়েছে, যিনি ২০১৩ সালেই মারা গেছেন। এ সব বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য সম্প্রতি তদন্তকারী কর্মকর্তাকে তলব করেছিল আদালত।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মে ১৪, ২০১৭/আপডেট ১৮০০ঘণ্টা
পিএম/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।