ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে গ্রাম পুলিশদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, মে ১৪, ২০১৭
নোয়াখালীতে গ্রাম পুলিশদের মানববন্ধন নোয়াখালীতে গ্রাম পুলিশদের মানববন্ধন

নোয়াখালী: পাঁচ দফা দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন জেলার ৯১টি ইউনিয়নের গ্রাম পুলিশেরা।

রোববার (১৪ মে) বেলা ১১টায় নোয়াখালীর সুধারাম থানার প্রধান ফটকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নোয়াখালী প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।

এরপর প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেন তারা। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন- গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের জেলা কমিটির সভাপতি মো. আবু তাহের, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. হানিফ, সদস্য মো. আলা উদ্দিন, আতিকুল ইসলাম মানিক, সুবর্ণচর উপজেলার মো. ইউছুপ গণি, কবিরহাট উপজেলার মো. রফিক উল্যাহ, হাতিয়া উপজেলার আলি আকবর দুলাল, সেনবাগ উপজেলার নুরনবী, চাটখিল উপজেলার মফিজ উল্যাহ, সোনাইমুড়ি উপজেলার জহির উদ্দিন, সদর উপজেলার মো. আবদুল্লাহ প্রমুখ।

পরে গ্রাম পুলিশের নেতৃবৃন্দ নিজেদের দাবি তুলে ধরে নোয়াখালী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।

তাদের দাবিগুলো হলো- গ্রাম পুলিশদের চতুর্থ শ্রেণির কর্মচারীর সমান স্কেল, অবসর ভাতা, ঢাকার আশে-পাশে গ্রাম পুলিশ প্রশিক্ষণ সেন্টার স্থাপন, গ্রাম পুলিশদের সন্তানদের বিভিন্ন সরকারি চাকরিতে ১০ শতাংশ অগ্রাধিকার ও ঝুঁকি খাতা-রেশনিং এর ব্যবস্থা করা।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, মে ১১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।