রোববার (১৪ মে) বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেন।
ওইদিন বেলা ১১টায় অধিবেশন শুরু হবে।
দেশের ইতিহাসে ৪৬তম বাজেট এবং বর্তমান সরকারের চতুর্থ বাজেট অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মাধ্যমে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দ্বিতীয় সর্বোচ্চ বাজেট পেশ করবেন।
এবার অর্থমন্ত্রী হিসেবে মুহিত ১১তম বাজেট পেশ করবেন। বিএনপি নেতা প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সর্বোচ্চ ১২টি বাজেট দিয়েছেন।
বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এইচ এম এরশাদের আমলের অর্থমন্ত্রী হিসেবে প্রথম বাজেট পেশ করেন ১৯৮২-৮৩ অর্থবছরে।
আগামী ৩০ জুন বাজেট অধিবেশন শুরু হওয়ার পর ১ জুন (বৃহস্পতিবার) ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এরপর প্রথা অনুযায়ী (০২ জুন) শুক্রবার অর্থমন্ত্রী বাজেট নিয়ে সংবাদ সম্মেলন করবেন। প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শেষে জুন মাসের তৃতীয় সপ্তাহে বাজেট পাস হতে পারে।
এবারের বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৬-৮ হাজার কোটি টাকা। যদিও বাজেটের আকার এখনও চূড়ান্ত হয়নি।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, মে ১৪, ২০১৭/আপডেট: ১৮৪২ ঘণ্টা
এসএম/জেডএস