ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

মায়েদের মধ্যে জাদুকরি ক্ষমতা রয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, মে ১৪, ২০১৭
মায়েদের মধ্যে জাদুকরি ক্ষমতা রয়েছে অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মন্ত্রী আসাদুজ্জামান নূর। ছবি: কাশেম হারুন

ঢাকা: মায়েদের মধ্যে অলৌকিক ও জাদুকরি ক্ষমতা রয়েছে। মায়েরা শত ব্যস্ততার মধ্যেও সন্তানদের দেখভাল করেন। বাবারা সন্তানদের সেভাবে সময় দিতে পারেন না। 

রোববার (১৪ মে) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে আজাদ প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডের ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড-২০১৬’ প্রদান অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান ন‍ূর এ কথা বলেন।  

মন্ত্রী বলেন, বাবারা কর্মব্যস্ততার কারণে সন্তানদের তেমন একটা সময় দিতে পারেন না।

কিন্তু মায়েরা শত ব্যস্ততার মধ্যেও সন্তানকে সময় দেন। সন্তানকে সঠিকভাবে লালন-পালন করতে মায়েদের ভূমিকা সব থেকে বেশি।  

তিনি বলেন, মায়েরা সব সময় অন্তরালে থেকে নিজেদের দায়িত্ব পালন করেন। বাবাদের সমাজে বিচরণ বেশি বলে সন্তানদের সব কৃতিত্বের প্রশংসা তারা পান। কিন্তু সন্তানের সফলতার পেছনে সব থেকে বেশি অবদান রাখেন মা।  

আসাদুজ্জামান নূর মায়েদের উদ্দেশে বলেন, বর্তমান প্রজন্মের মায়েরা সন্তানদের শুধু পড়তে বলেন। আমি সেসব মায়েদের বলবো, পরীক্ষায় ভালো করলেই ভালো মানুষ হওয়া যায় না। সন্তানকে ভালো মানুষ করার লক্ষ্যে তাদের সৃষ্টিশীল কাজে উদ্বুদ্ধ করতে হবে।  ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড’ প্রাপ্তদের মাঝে মন্ত্রী আসাদুজ্জামান নূর।  ছবি: কাশেম হারুনঅ্যাওয়ার্ড অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, সন্তানের কাছে মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। সন্তানকে সমাজে প্রতিষ্ঠিত করতে মায়েরা নিরলস পরিশ্রম করেন। এসব রত্নগর্ভা মায়েদের অভিনন্দন জানাই।

তিনি বলেন, মায়েদের আরও সচেতন হতে হবে। এখন ছেলে-মেয়েরা জঙ্গিবাদ ও মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। তারা যেন ভুল পথে চলে না যায় সেজন্য বাবা-মাকে আরও বেশি সচেতন হতে হবে।

অতিথিদের বক্তব্যের পর সাধারণ ক্যাটাগরিতে ২৫ জন ও বিশেষ ক্যাটাগরিতে ৮ জন মাকে পুরস্কার দেওয়া হয়। এছাড়া একজন বাবাকে ‘মাই ড্যাড ওয়ান্ডারফুল-অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।  

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক আইজিপি ড. এম এনামুল হক, সাবেক বিচারপতি সিদ্দিকুর রহমান, সরকারি বিজ্ঞান কলেজের প্রাক্তন অধ্যক্ষ অনামিকা হক লিলি ও আজাদ প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এমএ/আরআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।