রোববার (১৪ মে) দুপুরে ভন্ডগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা জগেন চন্দ্র অধিকারীকে রাষ্টীয় মর্যাদা দেয়া হয়।
রানীশংকৈল উপজেলায় ৮ নং নন্দুয়ার ইউনিয়নের ভন্ডগ্রামের মুক্তিযোদ্ধা জগেন চন্দ্র অধিকারী শনিবার রাত-১২টার সময় মৃত্যুবরণ করেন।
ঠাকুরগাঁও-৩০১ আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা তার পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
এসময় উপস্থিত ছিলেন-রানীশংকৈল উপজেলা কমান্ডার মো. সিরাজ হোসেন, রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মো. নাহিদ হাসান, প্রেসক্লারের সহ সভাপতি ফারুক আহাম্মদ সরকার, রানীশংকৈল উপজেলার মুক্তিযোদ্ধা, উপজেলা কৃষকলীগের সভাপতি মোশারফ হোসেন বুলু, ইকবাল হোসেন সহ এলাকার ব্যক্তিবর্গ ও সুশিল সমাজ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রীসহ ২ মেয়ে ও ৩ ছেলে রেখে গেছেন।
মুক্তিযোদ্ধা জগেন চন্দ্র অধিকারী ১৯৭১ সালে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের জীবন বাজি রেখে পাকিস্তানী হানাদারদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।
বাংলাদেশ সময়: ঘণ্টা, মে ১৪, ২০১৭
আরএ