ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

বাঘায় পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, মে ১৪, ২০১৭
বাঘায় পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক বাঘায় পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলার গোকুলপুর গ্রাম থেকে বিদেশি পিস্তল, রিভলবার, ম্যাগজিন ও গুলিসহ জিয়ারুল ইসলাম কালু (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৫।

রোববার (১৪ মে) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের অপরাধ দমন বিশেষ ইউনিটের সদস্যরা তাকে আটক করে। পরে দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

র‌্যাবের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক জিয়ারুল ইসলাম কালু রাজশাহীর বাঘা উপজেলার পাকুরিয়া এলাকার আবদুল খালেকের ছেলে। কালু একজন চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কেনাবেচায় জড়িত। জিজ্ঞাসাবাদে তিনি নিজেও র‌্যাবের কাছে স্বীকার করেছেন।

এদিকে, র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এম. আশরাফুল ইসলাম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ভোর ৫টার দিকে এ অভিযান চালায়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, দুটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলিসহ জিয়ারুল ইসলাম কালুকে আটক করা হয়। কেনা-বেচার উদ্দেশে তিনি ওই গ্রামে অবস্থান করছিলেন।

জিজ্ঞাসাবাদে তিনিও বিষয়টি স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাকে রাজশাহীর বাঘা সোপর্দ করা হয়েছে। এই ব্যাপারে থানায় মামলা হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।