ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে ৩৩ রোগীর মাঝে চেক বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, মে ১৪, ২০১৭
বরিশালে ৩৩ রোগীর মাঝে চেক বিতরণ বরিশালে ৩৩ রোগীর মাঝে চেক বিতরণ। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল জেলার ক্যান্সার, লিভার সিরোসিস, জন্মগত হার্টের রোগীসহ ৩৩ জন জটিল রোগীর মধ্যে চেক বিতরণ করা হয়েছে।

রোববার (১৪ মে) দুপুরে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব চেক বিতরণ করেন প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান।

সমাজ সেবা অধিদফতরের পক্ষ থেকে ৩৩ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১৬ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয়।



জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মোশাররফ হোসেন, সহকারী পরিচালক আখতারুজ্জামান মামুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এমএস/আরআইএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।