ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

জঙ্গি দমনে সরকারের প্রশংসায় বার্নিকাট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, মে ১৪, ২০১৭
জঙ্গি দমনে সরকারের প্রশংসায় বার্নিকাট

ঢাকা: সম্প্রতি জঙ্গি দমনে নেওয়া বিভিন্ন পদক্ষেপে সরকারের প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট।

রোববার (১৪ মে) বিকেলে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আরব ইসলামিক-আমেরিকান সম্মেলনে যোগ দিতে সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এটি আনন্দের খবর।

আগামী ২১ মে সৌদি আরবের রাজধানী রিয়াদে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানরা সম্মেলনে যোগ দেবেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বিদেশে কোনো সম্মেলনে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বার্নিকাট বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) তৃতীয় বৈঠক ১৭ মে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়েই মূলত সচিবের সঙ্গে আজকের বৈঠক হয়েছে।

টিকফা বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান রাষ্ট্রদূত বার্নিকাট।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মে ১৪, ২০১৭
কেজেড/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।