ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

প্রশ্নোত্তর দিতে ফেসবুক লাইভে মেয়র আনিসুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, মে ১৪, ২০১৭
প্রশ্নোত্তর দিতে ফেসবুক লাইভে মেয়র আনিসুল ফেসবুক লাইভে আসছেন মেয়র আনিসুল হক

ঢাকা: দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বারের মত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের লাইভে আসছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। 

ডিএনসিসি এলাকার নাগরিকদের বিভিন্ন নগরজীবনের বিভিন্ন প্রশ্ন ও তার উত্তর বা সমাধান জানাবেন তিনি।  

রোববার (১৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে মেয়রের এ লাইভ প্রোগ্রাম।

এতে মেয়র নিজেই বিভিন্ন প্রশ্ন ও মন্তব্যের জবাব দেবেন।  

তাই যে কেউ চাইলে তার আশ-পাশের যে কোনো সমস্যা নিয়ে মেয়রের ফেসবুক লাইভে প্রশ্ন করে সমাধান চাইতে পারেন।
 
মেয়রের লাইভ প্রোগামে যুক্ত হওয়া যাবে https://www.facebook.com/dncc.gov.bd/  অথবা https://www.facebook.com/AmraDhaka/ লিংকে ক্লিক করে।
 
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এসএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।