ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

পাঁচ দফা দাবিতে রাজশাহীতে গ্রাম পুলিশের বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, মে ১৪, ২০১৭
পাঁচ দফা দাবিতে রাজশাহীতে গ্রাম পুলিশের বিক্ষোভ

রাজশাহী: রাজশাহীতে অবসর ভাতা প্রদানসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছেন গ্রাম পুলিশরা। 

রোববার (১৪ মে) দুপুর ১২টার দিকে তারা এ কর্মসূচি পালন করেন।

দুপুরে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন জেলা শাখার ব্যানারে তারা মহানগরীর সিঅ্যান্ডবি মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন।

পরে মিছিল নিয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে যান।

সেখানে তারা কর্মসূচি শেষ করে পাঁচ দফা দাবিতে রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি স্মারকলিপি দেন।

এ সময় গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের জেলা কমিটির সভাপতি আবদুল করিম মণ্ডল ও সাধারণ সম্পাদক কফিল উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে আসা গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

তাদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- চাকরি শেষ হওয়ার পর অবসর ভাতা দেওয়া, চতুর্থ শ্রেণীর কর্মচারীর মর্যাদা-ঝুঁকি ভাতা ও রেশনের ব্যবস্থা করা, ঢাকার আশপাশে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, সরকারি চাকরিতে গ্রাম পুলিশদের সন্তানদের ১০ শতাংশ কোটা সংরক্ষণ।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।