রোববার (১৪ মে) বিকেলে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আমজাত হোসেন এ রায় দেন।
দণ্ডাদেশ প্রাপ্ত ওয়ালী উল্লাহ নরসিংদী জেলার সদর থানার আলঘাপাড়া গ্রামের ইদ্রীস আলীর ছেলে।
একই মামলার পলাতক আসামি মাসুম ও মজিবুরকে খালাস দেওয়া হয়েছে।
আদালতের পাবলিক প্রসিকিউটর রাকিবুজ্জামান রাকিব বালানিউজকে জানান, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার পাঁচরুখী গ্রামের আরমান ফকিরের মেয়ে শাহনাজ আক্তারকে বিয়ে করেন ওয়ালী উল্লাহ। বিয়ের পর তাকে যৌতুকের জন্য নির্যাতন করা হয়। এ ঘটনায় শাহনাজ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, মে ১৪, ২০১৭
আরআইএস/জেডএম